তিন দিন পর সীমান্তে নিহত দুইজন বাংলাদেশীর মৃতদেহ ফেরত দিলো বিএসএফ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ছোঁড়া গুলিতে নিহত তিন বাংলাদেশী গরু ব্যবসায়ীর দুইজনের লাশ অবশেষে তিন দিন পর ফেরত দিলো বিএসএফ। শনিবার সন্ধ্যায় নিহত দুইজন গরূ ব্যবসায়ীর মৃতদেহ বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় বিএসএফরা। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা তিন গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে। হত্যার ৩দিন পর বিএসএফরা কামাল হোসেন ও রনজিতের লাশ ফেরত দিলো। এ নিয়ে ঘটনার দিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুয়ারপাল সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। নিহতরা হলেন পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের দিঘীপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে মফিজুল ইসলাম (৩৫), কাঁটাপুকুরের মৃত- জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২) এবং বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে রনজিত কুমার (২৫)। বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ জানুয়ারী) রাতে মফিজুল ইসলাম, কামাল হোসেন ও রনজিত কুমার সহ ১০-১২ জনের একটি দল পোরশা দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে গরু নিতে প্রবেশ করে। তারা গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে বৃহস্পতিবার ভোর রাতে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এসময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও তিন গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। এতে গরু ব্যবসায়ী মফিজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের ২০০গজ অভ্যন্তরে তার লাশ পড়ে ছিল। আর গরু ব্যবসায়ী রনজিত কুমার ও কামাল হোসেনের লাশ ভারতের ৮০০গজ অভ্যন্তরে পড়ে ছিল। পরে দুপুর দেড়টার দিকে লাশ দুটি বিএসএফের সদস্যরা নিয়ে যান। ১৬-বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার ৩দিন পর বিএসএফরা নিহত দুইজন গরু ব্যবসায়ীর লাশ ফেরত দিলে তা নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে করিডোর বন্ধ রাখা হয়েছে। Share this:FacebookX Related posts: নওগাঁয় বিএসএফের গুলিতে ৩বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত রাজশাহী সীমান্তে ৫ বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ আত্রাইয়ে চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের সংবাদ সম্মেলন জামায়াতের নায়েবে আমিরসহ ৯ সদস্য গ্রেফতার করোনা: বাইরে যাওয়া নিষেধ, স্ত্রী’ই নরসুন্দর! সেই অন্ধ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও ছানাউল ইসলাম আত্রাইয়ে প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় আত্রাইয়ে কর্মহীনদের পাশে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র’ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক অবশেষে শহীদ মিনার পেলো ঐতিহাসিক আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় SHARES Matched Content দেশের খবর বিষয়: তিন দিন পরদুইজনবাংলাদেশীবিএসএফমৃতদেহ ফেরতসীমান্তে নিহত