তাহিরপুর ক্রিকেট খেলায় বিজয় অর্জনে বাদাঘাট সুপার ফাইটার দল !

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিন ইউনিয়নের কাউকান্দি-চতুর্ভুজ খেলার মাঠে শনিবার (২৫ শে জানুয়ারী) বেলা ৩ টায় বাদাঘাট সুপার ফাইটার ও কাউকান্দি স্পোটিং ক্লাবের ১৬ ওভারের ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হয়ে।

ট্রচের মাধ্যমে নির্বাচিত হয়ে প্রথমে ব্যাটিং করে কাউকান্দি স্পোটিং ক্লাব ১০৪ রানে ওভার শেষে ব্যাটিংয়ে অংশ গ্রহন করে বাদাঘাট সুপার ফাইটার দল।বাদাঘাট সুপার ফাইটার দল ১০৫ রান করে কাউকান্দি স্পোটিং ক্লাবের কাছ থেকে (সোনার হরিণ) নামক বিজয়ের চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।ম্যান অফ দ্যা ম্যাচ অর্জন করে বাদাঘাট সুপার ফাইটার দলের খেলোয়াড় নির্মল দাস।ম্যান অফ দ্যা ম্যাচ টুর্নামেন্ট অর্জন করে কাউকান্দি স্পোটিং ক্লাবের খেলোয়াড় খাইরুল ইসলাম। রানার্স আপ ট্রফি অর্জন করে কাউকান্দি স্পোটিং ক্লাবের খেলোয়াড়রা।

বাদাঘাট সুপার ফাইটার দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহন করেন দলের ক্যাপ্টেন মিলন আহমেদ,নির্মল দাস,রজত দাস সহ দলের খেলোয়াড়গণ।
এসময় উপস্থিত ছিলেন কাউকান্দি স্পোটিং ক্লাবের ক্যাপ্টেন তারেক রহমান,খাইরুল ইসলাম,নুরুল ইসলাম সহ দইলের সকল সদস্যরা।