ত্রিশালে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ত্রিশালে গতকাল শনিবার সকালে রাহেলা-হযরত মডেল স্কুলের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ এম.পি।

পিঠা উৎসব উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার,ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.হাসান কামাল,জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুব হাসান শাহীন,ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান,আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক নবী নেওয়াজ সরকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম,সহকারি পুলিশ সুপার স্বাগতা ভট্রাচার্য্য,ওসি আজিজুর রহমান প্রমুখ।