চাটমোহর মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহর মহিলা ডিগ্রী কলেজে শনিবার নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি।

কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার, সাবেক এমপি অ্যাড. একেএম সামসুদ্দিন খবির, পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন, থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন, নাজিম উদ্দিন মিয়া, জুয়েল মির্জা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। পরে কলেজের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।