ভালুকায় যুবক খুন

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

তমাল কান্তি সরকার,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকা উপজেলার মেদিলা গ্রামে এক যুবকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুরবৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। হত্যার রহস্য পুলিশ এখনো বের করতে পারেনি। এ ঘটনায় কেও আটক বা গ্রেফতার হয়নি।

নিহতের পিতা নাজিম উদ্দিন জানান, তার ছেলে সোহাগ মিয়া লড়ি চালিক ছিল। ঘটনার দিন সন্ধা রাতে তার নিকট থেকে একশত টাকা নিয়ে বাড়ী হতে বের হয়। এরপর থেকে তার ছেলের সাথে আর কোন যোগাযোগ হয়নি। ভোরে পাশেই ফারুকের বাড়ীর মহিলারা চাপ কলে পানি নিতে এসে গভীর নলকৃপের ড্রেনে সোহাগ মিয়াকে পরে থাকতে দেখে ডাক চিৎকার শুরু করে। এলাকাবাসী মৃত অবস্থায় ড্রেন থেকে তাকে তুলে আনে। এসময় ড্রেনের পাশে একটি রেনডি গাছের নিচে সোহাগের জুতা ও গাছের একটি ডালে উড়না বাধা আবস্থায় দেখতে পায়।

ভালুকা মডেল থানার অফিসার ইন চার্জ মাইন উদ্দিন জানান,্ঘটনাটি হত্যাকান্ড। তদন্ত চলছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
ভালুকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ২৩ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে