গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০ কমল সরকার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৫ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে উপজেলার ৩২টি উচ্চ বিদ্যালয় ও ৮টি মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট (শিক্ষার্থীদের মন্ত্রী পরিষদ) নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ এনামূল হক সরকার। নির্বাচনে সর্বোচ্চ ভোটে যথাক্রমে ১০ম শ্রেণির নৌশিন সাইয়ারা মাইশা, ৬ষ্ঠ শ্রেণির নৌরিন ইশতিয়াক স্বস্তি, ৯ম শ্রেণির জাকিয়া সুলতানা মীম, তাহিয়া তাবাসসুম প্রভাত, ৭ম শ্রেণির মালিহা তাবাসসুম, ৮ম শ্রেণির তাসফিয়া ইসলাম প্রভা, ১০ শ্রেণির প্রিয়ন্তী সরকার। অপরদিকে লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজয়ীরা হলেন ৯ম শ্রেণির মোঃ রবিন মিয়া, ১০ম শ্রেণির সাজন মিয়া, ৭ম শ্রেণির উম্মে ফারজানা খানম, ৬ষ্ঠ শ্রেণির জিন্নাতুন নূর সৃষ্টি, ৮ম শ্রেণির ফারিয়া ইসলাম সুবর্ণা, ৭ম শ্রেণির সানজিদা আক্তার স্বর্ণা, ৮ম শ্রেণির ফারজানা আত্মার তৃষ্ণা, ৬ষ্ঠ শ্রেণির সাঈফ আহম্মেদ রাকিন। এ দিকে নুরুল ইসলাম আমিন উচ্চ বিদ্যালয়ে বিজয়ী হন ৬ষ্ঠ শ্রেণির ইসরাত জাহান আঁখি, ৭ম শ্রেণির আজমেরী সুলতানা সাইমা, সিবলু, ৮ম শ্রেণির নাজমূল হুদা, জান্নাতুন ফেরদৌস প্রীতি, ৯ম শ্রেণির মীম আক্তার, আতিকুল ইসলাম সানী, ১০ম শ্রেণির মেহেদী হাসান তারেক। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ১০ শ্রেণির নাদিয়া জান্নাত হৃদী। গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির রাফিদ আলম ভূঞা জেমিন, শোয়াইব আহাম্মেদ মারুফ, ৭ম শ্রেণির আফনান আদৃত, ৮ম শ্রেণির সানজিয়াল শাওয়াল, ৯ম শ্রেণির মোঃ নেসারুল ইসলাম নোমান, পথিক হাসান প্রান্ত ও ১০ শ্রেণির তীর্থ পাল দিগন্ত, আবু হামজা সদয়। শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিজয়ীরা হলো ১০ম শ্রেণির হারিসুর রহমান,তাশদীদ জাহান জেরিন, ৯ম শ্রেণির আশরাফুল ইসলাম,ঋতু আক্তার, ৮ম শ্রেণির তাহিয়া তাসনিম তানহা, নাহিদুল ইসলাম নবিন, ৭ম শ্রেণির আশরাফুল ইসলাম সানি ও ৬ষ্ঠ শ্রেণির সুবর্না। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন খুলনা সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপূরী স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন গৌরীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদে ক্ষুব্দ গৌরীপুরের রাইস মিল মালিকরা গৌরীপুরে পুকুর বেদখল: গ্রাম আদালতে মামলা গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ গৌরীপুরে এসএসসি’র চার পরীক্ষার্থী নিয়ে তোলপাড়! গৌরীপুরে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চালাচ্ছে সেচ যন্ত্র গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত গৌরীপুর সরকারী কলেজ অভ্যন্তরে প্রাচীন স্থাপনা না ভাঙ্গার দাবী গৌরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইন্তেকাল SHARES Matched Content দেশের খবর বিষয়: উৎসবমুখর পরিবেশগৌরীপুরস্টুডেন্ট কেবিনেট নির্বাচন