সুনামগঞ্জে কোটি টাকার রাস্তার কাজ চলছে দায়সারাভাবে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কোটি টাকা বাজেটের রাস্তা সংস্কার কাজে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের ইয়ারাবাদ থেকে কান্দখলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় ইট, খোয়া ও পাথর উঠে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মাঝেই রাস্তাটি সর্ম্পূণভাবে সংস্কার না করে যেখানে ভাঙ্গা ও গর্ত আছে শুধু সেখানেই ইটের খোয়া দিয়ে সংস্কার কাজ চলছে। যদিও সম্পূর্ণ রাস্তাটি নতুন করে সংস্কার করার জন্য বলা হয়েছে। এক্ষেত্রে দায়সারাভাবে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে রাস্তাটি ব্যবহারে জনগণের ভোগান্তি ছিল চরমে। এখন আবার সংস্কারের নামে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এতে করে সংস্কারের কয়েক মাসের মধ্যে আবারও রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। শাল্লা উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ইয়ারাবাদ থেকে কান্দখলা পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা সংস্কার কাজে ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। রাস্তাটি সংস্কার কাজ করছে সুনামগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস শফিক এন্টারপ্রাইজ। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, রাস্তাটি দীর্ঘদিন সংস্কারহীন ছিল। যে কারণে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এখন রাস্তাটি পুন:নির্মাণের জন্য ১ কোটি ২০ লাখ টাকার টেন্ডার হলেও ঠিকাদার নিম্নমানের ইট, বালু ও পাথর দিয়ে কাজ করছে। এভাবে কাজটি শেষ করলে এক বর্ষা মৌসুমেই রাস্তাটি আবারও ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। অভিযোগের বিষয়ে ঠিকাদার জাকির হোসেন বলেন, রাস্তাটি দুই বছর যাবৎ সংস্কারহীন ছিল। ক্ষতি হবে জেনেও শুধু গ্রামবাসীর কথা চিন্তা করেই ১ কোটি ২০ লাখ টাকার টেন্ডার হওয়ায় রাস্তাটি সংস্কার কাজ শুরু করি। নিম্নমানের সামগ্রী ব্যবহর করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েকদিন আগে এলজিইডি থেকে লোকজন এসে ল্যাবে পরীক্ষা করার জন্য ইটের খোয়া নিয়ে গেছে। তারা বলেছেন আরো ভালো মানের ইটের খোয়া ব্যবহারের জন্য। তবে রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ করতে বলেনি। এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইশতিকার হোসেন বলেন, ‘আমি শাল্লায় অতিরিক্ত দায়িত্বে রয়েছি। তবে এই বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখব। যদি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হয়, তাহলে আমি বিল আটকে দেব। কোনো নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা যাবে না।’ Share this:FacebookX Related posts: সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ দুই চোরাকারবারী আটক সুনামগঞ্জে ২৭ লাখ টাকার ব্রিজের বেহাল অবস্থা মৌলভীবাজারের শীর্ষ মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন জোহরা আলাউদ্দীন এমপি দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ ও সম্মান দুই মিলে : প্রবাসী কল্যাণমন্ত্রী মৌলভীবাজারে ভয়াবহ আগুনে একই পরিবারের ৫ জন নিহত মৌলভীবাজারে সর্বনাশা আগুনে ৫ জনের প্রাণহানি তাহিরপুরে কারিগরি প্রশিক্ষনের উদ্বোধন করন সভা অনুষ্ঠিত করোনা ভাইরাস: সুনামগঞ্জ জেলা লকডাউন তাহিরপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু মৌলভীবাজারে সংঘবদ্ধ সিএনজি চোর চক্রের প্রধান নজরুল আটক ধর্মপাশায় শিক্ষা পল্লীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধর্মপাশায় হাওরে ফসলরক্ষা বাঁধ শুরুর দাবিতে মানববন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: কোটি টাকার রাস্তার কাজচলছে দায়সারাভাবেসুনামগঞ্জ