বিএনপি চায় না দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক – আইনমন্ত্রী

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চায় না দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক। বিএনপির মহাসচিব মনগড়া কথা বলছেন। এটা তাদের অভ্যাস। তারা চায় না দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম প্রমুখ।

আইনমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা ভোট চুরির যে রাজত্ব শুরু করেছিলেন সেটা থেকে বেরিয়ে আসার জন্যই ইলেকট্রনিক ভোটের মেশিন আনা হয়েছে। এখন সারাবিশ্বের বিভিন্ন দেশে ইলেকট্রনিক ভোটের মেশিনে ভোট গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশেও সহজভাবে ভোট দেওয়ার জন্যই ইলেকট্রনিক ভোট মেশিন ব্যবহার করা হচ্ছে।