গোদাগাড়ীর মাটিকাটা ইউপি চেয়ারম্যান তৌহিদ আর নেই

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী ; রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম তৌহিদ (৫০) ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে হৃদরোগ ও শ্বাস কষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছেন। তিনি প্রেমতলী খেতুর এলাকার সাবেক প্রাদশিক এমপি সেরাজুল ইসলামের ছেলে।

দলীয় সুত্রে জানায়, ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন চেয়ারম্যান এবং শুক্রবার ইউনিয়ন কাউন্সিলে পুনরাই সভাপতি প্রার্থী ছিলেন । শুক্রবার বিকেল ৫ টায় প্রেমতলী খেলার মাঠে জানাযা শেষে তাকে তার প্রেমতলী গোরস্থান দাফন করা