দেশের মানুষের কথা চিন্তা করে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছি- ইলিয়াস কাঞ্চন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, ২৭ বছর আগে একটি সড়ক দূর্ঘটনায় আমি আমার স্ত্রীকে হারিয়েছি। আমি জানি সড়ক দূর্ঘটনা রোধ হলেও আমার স্ত্রীকে ফিরে পাবো না। আমার সন্তানরা যে কষ্ট পেয়েছে সেটা ফিরে আসবে না। আমি এই জন্য ২৭ বছর ধরে নিরাপদা সড়কের জন্য আন্দোলন করছি। যাতে আমার স্ত্রীর মতো আর কাউকে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাতে না হয়। তাই আজও দেশের মানুষের কথা চিন্তা করে ২৭বছর ধরে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছি। তিনি শুক্রবার নওগাঁর ঐতিহ্যবাহি বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও বোয়ালিয়া ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৩০ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে ও দুই লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে এই দেশ স্বধীন হয়েছে। জীবন দিয়ে যারা এই দেশ স্বাধীন করেছে তারা এই দেশের মানুষের কথা চিন্তা করে জীবন দিয়ে গেছে। আমাদের মুক্তিযোদ্ধের স্বপ্ন ছিলো টাকার অভাবে যেন কেউ লোখাপড়া বন্ধ করতে না পাড়ে, বা-মার চিকিৎসা করাতে পারবো না। এ রকম যেন না হয় এটাই ছিলো মুক্তিযোদ্ধের স্বপ্ন। তাই আমাদের দেশে যারা টাকার অভাবে গরীব ও মেধাবী ছত্র-ছাত্রীদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। তারা যেন লেখাপড়া ভালো ভাবে করতে পারে সেই সুযোগ আমাদের করে দিতে হবে। আর এভাবেই যদি আমরা এক জন আরেক জনের পাশে দাড়াঁয় তাহলে দেশ উন্নত হবে। মুক্তিযোদ্ধের ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। শিক্ষার গুনগতমান উন্নয়নে সকলকে অধিকতর সচেতন হওয়া ও পাশাপাশি সমাজ থেকে কুসংস্কার, মাদক, বাল্যবিবাহ দূর করতে একসাথে সকলকে এগিয়ে আসার আহবান জানান ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাহমুদাল ফারুক। এসময় নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এএসএম আজাদ হোসেন, বিসিআইসির মহাব্যবস্থাপক (প্রশাসন) অবসরপ্রাপ্ত আবেদ আলী, জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটিডের এ্যাডিশনাল চীফ কেমিস্ট (অবসরপ্রাপ্ত) আকরাম হোসেন, মেরিন ইঞ্জিনিয়ার (অবসরপ্রাপ্ত) আব্দুল বারী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) মাসুদ আল ফারুক, নিরাপদ সড়চ চাই জেলা শাখার সভাপতি রায়হান আলম, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীসহ অন্যান্যোরা বক্তব্য রাখেন। এর আগে প্রতিষ্ঠানের পক্ষে ও নিরাপদ সড়ক চাই জেলা শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। Share this:FacebookX Related posts: গাঁজা বিক্রি ও সেবন, চাটমোহরে ছাত্রলীগের সভাপতিসহ আটক ৪ চাঁপাইনবাবগঞ্জের ২ পুলিশ সদস্য পেলেন বিপিএম পুলিশ পদক চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া ল্যাপটপসহ দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার নওগাঁর রাণীনগরে নারী সমাবেশ অনুষ্ঠিত নানা আয়োজনের মধ্যদিয়ে রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আত্রাইয়ে ধানের দাম ভাল পাওয়ায় কৃষকের মুখে হাসি অর্ধশতাধিক যাত্রী নিয়ে যমুনায় নৌকাডুবি, নিখোঁজ ৩০ ঈশ্বরদীর ৪৭৯ মসজিদে সরকারি প্রণোদনা নওগাঁর মহাদেবপুর-শিবগঞ্জ জনগুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা করা হবে-কবিতা খানম মধ্য প্রাচ্যের সবজি স্কোয়াশ চাষ হচ্ছে এখন আত্রাইয়ের মাটিতে SHARES Matched Content দেশের খবর বিষয়: আন্দোলন করছিইলিয়াস কাঞ্চনকথাচিন্তাদেশের মানুষনিরাপদ সড়ক