টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক কারবারী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদিমুড়ায় এলাকায় বিজিবির সঙ্গে মাদককারবারীদের ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনা বিজিবির দুই সদস্য আহত হয়েছে। এসময় মাদক, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি ক্যাম্পের একটি বিশেষ টহলদল ইয়াবার চালান আনার সংবাদ পেয়ে জাদিমোরা মসজিদ পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েকজন লোক বস্তা মাথায় করে চলে যাওয়ার সময় বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে। তখন মাদককারবারী চক্রের সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে ল্যান্সনায়েক মো. নুরুল আমিন (২৭) ও সিপাহী শাহিনুর ইসলাম (২৫) আহত হয়। এসময় বিজিবিও আত্মরক্ষায় পাল্টা গুলিবর্ষণ চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর সংঘর্ষ থেকে গেলে। ঘটনাস্থল থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা, ১টি দেশে তৈরী বন্দুক ও ১ রাউন্ড তাঁজা কার্তুজসহ গুলিবিদ্ধাবস্থায় অজ্ঞাত পরিচয়ী এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সেখানে আহত বিজিবি সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত মাদক বহনকারী উখিয়া উপজেলার থাইংখালী ক্যাম্পে অবস্থানকারী রোহিঙ্গা নাগরিক বলে জানা গেলেও নাম পরিচয় জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান আরো জানান, এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। Share this:FacebookX Related posts: টেকনাফে বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা’ মাদক কারবারী নিহত টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক ‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারী নিহত টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার মামা-ভাগিনাসহ আটক-৩ আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা আটক ৬ কুমিল্লায় পুলিশ পরিদর্শক ও দারোগাসহ গ্রেফতার ৫ হাটহাজারীতে চোলাইমদসহ দুইটি গাড়ী আটক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ‘বন্দুকযুদ্ধটেকনাফবিজিবিমাদক কারবারী নিহতরোহিঙ্গা