গৌরীপুরের শ্যামগঞ্জে বেকারী মালিককে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী তৈরীর দায়ে নাঈম বেকারীর মালিক নূরজাহান সরকার নাজমাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।
গৌরীপুর পৌর পৌরসভার সেনিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেন।

এদিকে একই দিন বিকেলে গৌরীপুর পৌর শহরে মধ্য বাজারে নিষিদ্ধ পলিথিন ও ভেজাল খাদ্য সামগ্রী বিক্রির দায়ে আবু সাঈদকে ৫ হাজার ও নির্মল মোদককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করেন। ইউএনও অফিসের অফিস সহকারি মোঃ রইছ উদ্দিন সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেন।