শোক সংবাদ ধর্মপ্রচারক শ্রীশ্রী নিত্যানন্দ (রায়) ব্রহ্মচারী আর নেই

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

বিভাষ দাস,চিতলমারী, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীর পিপড়ারডাংগায় “বিশ্ব শুক হরি গুরুচাঁদ সেবাশ্রম”এর প্রতিষ্ঠাতা ধর্মপ্রচারক শ্রীশ্রী নিত্যানন্দ (রায়) ব্রহ্মচারী আর নেই। ২৩-০১-২০২০খ্রিঃ বৃহস্পতিবার রাত ৭.৩৫ এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর।

মৃত্যুর আগে তিনি ভারতের নদীয়ার রানাঘাটে মনোরমা ক্লিনিকে ভর্তি ছিলেন। সেখান থেকে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটাস্থ সনেকপুরে ”নিত্যানন্দ সেবাশ্রমে” নিয়ে আসার পর তিনি স্বর্গবাসী হন। এ সংবাদে বাংলাদেশ ও ভারতে অবস্থিত তাঁর লক্ষ লক্ষ শিষ্য ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সমগ্র চিতলমারীবাসী তার মৃত্যুতে শোকাভুত হয়।

দীর্ঘদিন তিনি কিডনী ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সে জন্য কলকাতার মুকুন্দপুরে ইন্টারন্যাশনাল আর,এন, ট্যাগর কার্ডিয়াক হসপিটালে তিনি চিকিৎসা গ্রহণ করেন। গত বছর ইন্টারন্যাশনাল বিজিনেস সামিথ এর পক্ষ থেকে তাঁকে বিশেষ এ্যওয়ার্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার সারাদিন বাংলাদেশ ও ভারতের লোকমুখে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও দিনের শেষে তিনি সত্যি সত্যি অগনিত শিষ্য ও ভক্তদের কাঁদিয়ে ধরাধামের মায়া ত্যাগ করে স্বর্গালোকে পাড়ি জমান। তাঁর বাবার নাম মৃতঃ কাশীনাথ রায় ও মায়ের নাম মৃতঃ চপলা রানী রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।