ঝালকাঠির নলছিটি থানায় “নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেক্স” এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটি থানায় “নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেক্স” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর শুভ উদ্ভোধন করেন। এ সময় ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার ও (সদর সার্কেল) এম.এম মাহমুদ হাসান পিপিএম(বার) উপস্থিত ছিলেন।

এ বিষয় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের শিকার হলে অনেক ক্ষেত্রে তাদের শিকারউক্তি মূলক জবানবন্ধি নিতে আমাদেরকে অন্যের দারস্থ হতে হতো। বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী নির্যাতন বা ধর্ষনের শিকার হয়ে থানায় আসলে তারা সাধারনত পুরুষ পুলিশ কর্মকরতাদের কাছে বলতে ইতস্থতা বোধ করতো।

সেই দিক থেকে নারী শিশুদের সঠিক তথ্য পেতে ঝালকাঠি পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের থানায় নারী, শিশু ও প্রতিবন্ধীদের সেবা দেয়ার লক্ষে একজন নারী পুলিশ কর্মকর্তাকে এ দায়িত্ব অর্পনের মাধ্যমে “নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেক্স” করা হয়। আমরা আশা করছি আমার মাননীয় পুলিশ সুপার মহাদ্বয়ের এ উদ্যোগে সাফল্য আসবে বলে আমরা মনে করছি।