পঞ্চগড়ে ধর্ষণের মিথ্যা মামলা করায় বাবার জেল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে খালুর বিরুদ্ধে মামলা দায়ের করেন বাবা। আদালতে মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় বাবাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিনহাজুর রহমান মামলার বাদী বাবা কেরামত আলীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। কেরামত আলী জেলার দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসীর হাজারী পাড়া গ্রামের লস্কর আলীর ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি অনুপস্থিত ছিলেন। তিনি এখন পলাতক। আদালত সূত্রে জানা গেছে, কেরামত আলী ২০১৬ সালের ৯ মার্চ দেবীগঞ্জ থানায় নিজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী (১৩) মেয়েকে একই বছরের ৩ মার্চ রাত সাড়ে ৮টায় ভুট্টাক্ষেতে ধর্ষণের অভিযোগ এনে মেয়ের খালু একই উপজেলার প্রধানপাড়া গ্রামের মোশারফ হোসেনের (৪২) বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মোশারফ হোসেন বাদী কেরামত আলীর ভায়রা ভাই। ওই ভুক্তভোগী ২০১৭ সালের ১১ জুলাই অতিরিক্ত দায়রা জজ আদালতে সাক্ষ্য দিয়ে বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে আমার বাবা খালুর বিরুদ্ধে এই মামলা আনয়ন করেছেন। আসামি আমার খালু। তিনি আমার কোনো ক্ষতি করেননি। ’ এই স্বীকারোক্তি প্রদানের পর আদালত সিআর ৪৬১/১৭ নামে একটি ২১১ ধারায় মামলা দায়ের করে ব্যবস্থা নিতে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠান। বাদী পক্ষে এপিপি মোস্তাফিজুর রহমান এবং আসামি পক্ষে সারোয়ার হোসেন মামলাটি পরিচালনা করেন। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন পঞ্চগড়ে ফেন্সিডিলসহ সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আটক পঞ্চগড়ে ৩ মাদকব্যবসায়ীসহ আটক-৭ পঞ্চগড়ের বিসিক শিল্প নগরিতে চা প্রক্রিয়াজাত কারখানা হচ্ছে পঞ্চগড়ে মুক্তিযুদ্ধকালীন মর্টারশেল উদ্ধার পঞ্চগড়ে আখবাহী ট্রলির চাপায় সাইকেল আরোহী নিহত পঞ্চগড়ে স্বাস্থ্য সহকারীদের কর্ম-বিরতি বিরামপুরে মুদির দোকানে যৌন উত্তেজক সিরাপ: চার ব্যাবসায়ীর জরিমানা পঞ্চগড় থেকে ধান কাটা শ্রমিক গেল নওগাঁ পঞ্চগড় থেকে পণ্যবাহী স্পেশাল ট্রেনের যাত্রা শুরু জামাতাকে হত্যার দায়ে শ্বশুরের ফাঁসি, স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন পঞ্চগড় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন SHARES Matched Content আইন আদালত বিষয়: ধর্ষণপঞ্চগড়বাবার জেলমিথ্যা মামলা