স্কুল কলেজের শিক্ষার্থীদের সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক : স্কুল কলেজের শিক্ষার্থীরা সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যুব ও নতুন প্রজন্মকে দেশ গঠন এবং সামরিক বিষয়ে অনুপ্রেরণার অংশ হিসেবে স্থানীয় স্কুল ও কলেজ এবং সেনাবাহিনীর তত্ত¡াবধানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকগণকে সেনাবাহিনীর শীতকালীন মহড়া এলাকার কার্যক্রম পরিদর্শনে আমন্ত্রণ জানানো হয়। এর প্রেক্ষিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রোববার গাজীপুর জেলার কালিয়াকৈর এ আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর ৪০৩ ব্যাটল গ্রুপের শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় আর্টডক এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), লেঃ জেনারেল শফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তিনি আগত ছাত্র-ছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ১৯৭১ সনে লাখো শহীদ এবং আপামর জনসাধারণের ত্যাগের মাধ্যমে কষ্টার্জিত স্বাধীনতার ইতিহাস এবং তা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি ছাত্র-ছাত্রীসহ সকল নাগরিকদের সম্পৃক্ত থাকার গুরুত্বের বিষয়ে আলোকপাত করেন। একই সাথে তিনি আগত শিক্ষকবৃন্দকেও ধন্যবাদ জানান। তিনি উৎসাহ ও প্রাণ চাঞ্চল্যে ভরপুর শিক্ষার্থীদের অনেক কৌতুহলী প্রশ্নের উত্তর দেয়া ছাড়াও দেশ গঠন এবং সামরিক বাহিনীতে যোগদানে উৎসাহ প্রদান করেন। কালিয়াকৈরসহ আর্টডকের আওতাধীন বিভিন্ন শীতকালীন প্রশিক্ষণ এলাকায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৫০ জন ছাত্র-ছাত্রীও শিক্ষক প্রতিনিধিগণ প্রশিক্ষণ এলাকাসমূহ পরিদর্শন করেন। (বাসস) Share this:FacebookX Related posts: সেনাবাহিনীর শীতকালীন মহড়া প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী চীনে খাদ্য সংকটে বাংলাদেশি শিক্ষার্থীরা, দেশে ফেরার আকুতি জেলায় জেলায় নামল সেনাবাহিনী সরকার বিবেচনা করবে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে বৃহস্পতিবার থেকে কঠোর হচ্ছে সেনাবাহিনী আজ থেকে কঠোর অবস্থানে সেনাবাহিনী ঢাকা সিটি নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছে: সিইসি আমাদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত রোগী বহনে বিশেষ হেলিকপ্টার কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে SHARES Matched Content জাতীয় বিষয়: এলাকা পরিদর্শনশিক্ষার্থীশীতকালীন প্রশিক্ষণসেনাবাহিনীস্কুল-কলেজ