চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ ২ জন নিহত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে রহনপুর-আড্ডা সড়কের রহনপুর ইউনিয়নের মাদ্রাসা মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর পোরশা উপজেলার জুয়েল পাইলা গ্রামের আইউব আলীর ছেলে হাবিবুর (৩৮) ও সাইফুল ইসলামের ছেলে মোজাহার (৩৫)।

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহত ওই ২ মোটরসাইকেল আরোহী একটি চাউল ভর্তি ট্রাককে ওভারটেক করার সময় সামনে থেকে আসা পাওয়ার টিলারকে সাইড দিতে গিয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে যায়।

এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী নিয়ে যাওয়ার সময় দুপুর ২টার দিকে পথিমধ্যে তাদের মৃত্যু হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, ট্রাকটি (রাজ মেট্রো ট-১১-০২০৯) আটক করা হয়েছে। ট্রাক চালককে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।