করিমগঞ্জে গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীনসাধকখালীএলাকাহতে ০২(দুই)কেজি ৫০০(পাঁচশত)গ্রাম গাঁজা’সহ ০১ (এক) জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, ২২ জানুয়ারি ২০২০খ্রিঃ অনুমান ১৩.১০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন সাধকখালী এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ আল-আমিন(২৬), পিতাঃ মোঃ ফিরোজ আলী, সাং- পানাহার কনিকপুর, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ০২(দুই)কেজি ৫০০(পাঁচশত)গ্রাম গাঁজা’সহ গ্রেফতার করেন।

তাছাড়াও তার কাছ থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহিত ০১(এক) টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।