ময়মনসিংহে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মধ্য বাড়েরা নিজামনগর, কান্দাবাড়ি এলাকায় জনৈক নইমুদ্দীন শেখ এর বাড়ির সামনে রাস্তার উপর হতে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন র‌্যাব-১৪, ময়মনসিংহ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার সমীর সরকার জানান, ২২-০১-২০২০ইং তারিখে বেলা ১৪.৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল সমীর সরকার, স্কোয়াড কমান্ডার, সিপিএসসি, আকুয়া বাইপাস, র‌্যাব-১৪, ময়মনসিংহের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মধ্য বাড়েরা নিজামনগর, কান্দাবাড়ি এলাকায় জনৈক নইমুদ্দীন শেখ এর বাড়ির সামনে রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী ১। মোঃ জাকির হোসেন (২২), পিতা-আব্দুল খালেক, সাং-মধ্য বাড়েরা, নিজামনগর (কান্দাবাড়ি), ২। মোঃ রতন মিয়া (৩৬), পিতাঃ ইউসুফ আলী, সাং-বলাশপুর (শিমুলতলী), উভয় থানা কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং তার হেফাজত হতে উদ্ধারকৃত আলামত ৫৬ (ছাপান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০২টি মোবাইল সেট সহ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীণ আছে।