দিনাজপুরে মাদক সহ গ্রেফতার ৬৬ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০ নিজস্ব প্রতিবেদক ; দিনাজপুরে পুলিশের অভিযানে মাদক সহ ৬৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ঘন্টায় আসামীদের গ্রেফতার করা হয়। দিনাজপুর পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন জানান, এই জেলাকে মাদকের ভয়াবহতা ও যুব সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করতে তিনি পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই মাদক বিরোধী অভিযান পরিচালনা করছেন। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২ পর্যন্ত জেলায় পুলিশের মাদক সেবন, পরিবহন, সংরক্ষন ও অপরাধ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের অভিযানে ৬৬ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ৭১৮ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৩১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৩শ গ্রাম গাজা, ১৮ বোতল বিদেশী মদ, ১ হাজার ২শ লিটার চোলাই মদ, ৩২০ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ২১টি, নারী ও শিশু নির্যাতন আইনে ৩টি এবং অন্যান্য অপরাধে ৭টি মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, অভিযান কালে কোতয়ালী থানা পুলিশ ২৪ ঘন্টায় ২০ জন, হাকিমপুর থানা পুলিশ ১৩জন, বিরামপুর থানা পুলিশ ৭জন, ঘোড়াঘাট থানা পুলিশ ৮ জন, নবাবগঞ্জ ৪ জন, ফুলবাড়ী ২জন, পাবর্তীপুর ২ জন, বীরগঞ্জ ৩জন, কাহারোলে ১ জন, খানসামায় ২ জন, বোচাগঞ্জে ২ জন ও বিরল থানায় ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকেল ৫টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে ৩ মাদকব্যবসায়ীসহ আটক-৭ পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪১ জন গ্রেফতার পঞ্চগড়ে দেশীয় অস্ত্র ও মাইক্রোবাসসহ ৩ ডাকাত আটক দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত মানবতা বিরোধী অপরাধে কুড়িগ্রামে ১৩ রাজাকার গ্রেফতার পঞ্চগড়ে হিন্দু পুরোহিতকে হত্যার দায়ে ৪ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বিরামপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত খাটের নিচ থেকে টিসিবির বিপুল পরিমাণ সোয়াবিল তেল উদ্ধার, আটক ২ মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ পঞ্চগড়ে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক ফেনসিডিলসহ দুই নারী আটক হিলিতে ৪০ হাজার গুলি উদ্ধার SHARES Matched Content অপরাধ বিষয়: গ্রেফতার ৬৬দিনাজপুরমাদক