কুড়িগ্রামে ২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দাঁতভাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে গরু আনার সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোররাতে উপজেলার দাঁতভাঙা সীমান্তে তাদের আটক করা হয়। এসময় একটি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এস এম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, কয়েকজন বাংলাদেশি গরু চোরাকারবারি রৌমারীর দাঁতভাঙা বিওিপির অধীনস্থ সীমান্ত পথে বাঁশের আড়কি ও হাসুয়া দিয়ে গরু পাচার করছিল। এসময় বিজিবি ৩৫ ব্যাটালিয়নের সুবেদার জয়েন উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই স্থানে অভিযান চালিয়ে গরু পাচাররত অবস্থায় আব্দুল হাই সবুজ ও মোখছেদুল হাসান নামে দুই বাংলাদেশিকে আটক করে। এসময় একটি ভারতীয় গরুও জব্দ করে বিজিবি।

আটকৃতরা হলেন, দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত তফের আলীর পুত্র মো: আব্দুল হাই সবুজ (৩২) এবং একই ইউনিয়নের কাউনিয়ারচর গ্রামের আজিউর রহমানের পুত্র মো: মোখছেদুল হাসান। পরে তাদেরকে রৌমারী থানা পুলিশে সোপর্দ করা হয়।