ধোবাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে গনধর্ষণ গ্রেফতার-১

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

কামরুল হাসান,ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পল্লীতে বিয়ের প্রলোভণ দেখিয়ে খোলা মাঠে নারী গনধর্ষনের ঘটনা ঘটেছে। গত ১৬ ই জানুয়ারী বৃহঃপতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লার নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত)মো চাঁদ মিয়া রাতভর অভিযান চালিয়ে ইসলাম নামের এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা যায়,উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের পুটিয়াকান্দা গ্রামের ২২ বছর বয়সী এক নারীকে পার্শবর্তী কাউয়াকান্দা গ্রামের আব্দুর রাশিদের ছেলে আরিফুল(২২) বিয়ের প্রলোভন দেখিয়ে কাউয়াকান্দা বিলের মধ্যে নিয়ে যায়। পরে আরিফুল ও তার বন্ধু রাসেল(২১),ইসলাম(২২),নজরুল(২০)গং গনধর্ষন করে অচেতন অবস্থায় রেখে চলে যায়। পরে বোর জমিতে পানি দিতে আসা লোকজন ঐ নারীকে দেখে স্থানীয় মেম্বার জালাল উদ্দিনকে জানালে মেম্বার ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে।

ধর্ষনকারীরা প্রভাবশালী হওয়ায় ধর্ষিতা নারী প্রানভয়ে নানার বাড়িতে আশ্রয় নেয়। থানা পুলিশ খবর পেয়ে গত ২০ জানুয়ারী ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া জানান,রাতভর অভিযান চালিয়ে গনধর্ষনের অন্যতম আসামী ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান,বাকি আসামী গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত আছে।