ঝুঁকিপূর্ণ সাঁকোই একমাত্র ভরসা কোমলমতি শিক্ষার্থীদের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক : বুড়াগৌড়াঙ্গ খালের ওপর ব্রীজ না থাকায় ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের চর আর কলমী এবং রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামের কয়েকশ শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যুগ যুগ ধরে এই দু’টি গ্রামের শিশুরা লেখাপড়ার সুযোগ ছাড়াই বেড়ে উঠেছে। গ্রামের পাশে প্রাথমিক ও নিম্ম মাধ্যমিক বিদ্যালয় থাকলেও পথের মাঝে দেড়শ ফুট দীর্ঘ বুড়াগৌড়াঙ্গ খালের ওপর বিশাল সাঁকো পারাপারের ঝুঁকি শিশুদের স্কুল বিমুখ রাখছে। সম্প্রতি ফরাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শিক্ষার্থী সুরাইয়া সাঁকো থেকে খালে পড়ে মারা যায়। উপজেলার ভাসানচর ও চর আর কলমী গ্রাম দু’টি শশীভূষণ থানার রসূলপুর ও দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের অংশ। রসূলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামের হাজিরহাট বাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রসূলপুর নিম্ম মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। খুব কাছের এই বিদ্যালয়গুলো ভাসানচর এবং আর কলমী গ্রামের শিশুদের জন্য দূর্গম করে দিয়েছে বুড়াগৌরাঙ্গখাল। খালের ওপর দেড়শ ফুট দীর্ঘ সাঁকো অতিক্রম করেই শিশুদের স্কুলে যেতে হয়। বিশাল এই সাঁকো পারাপারে প্রায়ই ঘটে বিপত্তি। রসূলপুর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, ভাসানচর গ্রামের অর্ধেক এবং চর আর কমলী গ্রামের পুরোটাই বুড়াগৌড়াঙ্গ খালের ওপারে। দুটি গ্রামের যেখানে ভোটার সংখ্যা ৮ হাজার এবং জনসংখ্যা প্রায় ২০ হাজার। প্রাথমিক ও নিম্ম মাধ্যমিক বিদ্যালয়গামী শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার। কিন্ত শিক্ষার্থীদের খুব কম অংশ স্কুলে আসে। শিক্ষার্থীদের না আসার কারণ বিশাল খালের উপর ঝুঁকিপূর্ণ সাঁকো। এই সাঁকো থেকে খালে পড়েই সুরাইয়ার মৃত্যু হয়েছে। হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস বেগম জানান, স্কুলে আসার পথে সাঁকো থেকে খালে পড়ে সুরাইয়ার মৃত্যুর পর আতংকে ভাসানচর ও চর আর কলমী গ্রামের প্রাথমিক বিদ্যালয়গামী ২ শতাধিক শিশু শিক্ষার্থীর স্কুলে আসা বন্ধ হয়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে দু’টি গ্রামের কয়েকশ শিশু শিক্ষার সুযোগ বঞ্চিত থেকেই বেড়ে উঠবে। রসূলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, বুড়াগৌড়াঙ্গ খালের সাঁকোর স্থলে ব্রীজ নির্মাণের জন্য সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে অবহিত করা হয়েছে। চরফ্যাশন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মোশারেফ হোসেন জানান, বুড়াগৌড়াঙ্গ খালের ওপর ব্রীজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে, যাতে খুব শিঘ্রই সাঁকো এলাকায় ব্রীজ নির্মাণ করা হয়। Share this:FacebookX Related posts: বরিশালে র্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আরিফ খন্দকার গ্রেফতার ঝালকাটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতা মূলক সেমিনার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকই একমাত্র ভরসা! ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত করোনার ঝুঁকি এড়াতে মির্জাগঞ্জে স্কুল মাঠে বসল বাজার কর্মগুণে পুরস্কার পেলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মির্জাগঞ্জে স্বাস্থ্য বন্ধু ও ওয়াইপিএসডি’এর যৌথ উদ্যোগে ফ্রী চিকিৎসা ও মাস্ক বিতরণ তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন মির্জাগঞ্জে খাল খননে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত থানায় বিষপানে আসামির মৃত্যু, দুই এএসআই সাময়িক বরখাস্ত SHARES Matched Content দেশের খবর বিষয়: একমাত্র ভরসাকোমলমতি শিক্ষার্থীঝুঁকিপূর্ণ সাঁকোই