সাপাহারে ডক্টরস্ পয়েন্ট মেডিকেল এন্ড অ্যাজমা সেন্টারের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

নাজমুল হক নাহিদ,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বিনামূল্যে চিকিৎসার মাধ্যমে ডক্টরস্ পয়েন্ট মেডিকেল এন্ড অ্যাজমা সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলার হাসপাতাল রোড রিমন প্লাজায় ডক্টরস্ পয়েন্ট মেডিকেল এন্ড অ্যাজমা সেন্টারে গোয়ালা ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।

এ সময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা উপজেলার মোসপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল ওহাব ,পোরশা উপজেলার বিআরডিবির সাবেক চেয়ারম্যান ওবাইদুল্লাহ শেখ, ডক্টরস পয়েন্ট মেডিকেল এন্ড অ্যাজমা সেন্টারের ডাঃ কাজী মোঃ ওহিদুল ইসলাম প্রমুখ।