পটিয়ায় রিভিউ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কমিটি গঠন

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ-চট্টগ্রামের পটিয়া উপজেলায় রিভিউ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে ১৭ জানুয়ারি শুক্রবার সকালে গুলশান মেহরিনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এম. নাছির উদ্দীন, আবদুল আউয়ালের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন রিভিউ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় মোঃ কফিলুল করিম সিকদার, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর -সহ-সভাপতি মোঃ আবুল কালাম খান, মোঃ আবুল কালাম,বাঁশখালী উপজেলার সভাপতি সুদেব চন্দ্র সুশীল, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, বক্তব্য রাখেন রাশেদ কবির আরমান, মজিবুর রহমান, জোলন দক্ত,সেলিম চৌধুরী, মোঃ সাইফুর রহমান, মোঃ আবু তাহের চৌধুরী, আবদুর রশিদ, মোঃ সেলিম, রাজিব চৌধুরী রাহুল প্রমুখ।

সভার শেষে সর্বসম্মতিক্রমে এম নাছির উদ্দীন কে আহবায়ক, সাংবাদিক সেলিম চৌধুরী, সাইফুর রহমান,আবুর রশিদ, মোঃ সেলিম,রাজিব চৌধুরী রাহুল কে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট রিভিউ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পটিয়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়।