চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক-৩

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখা ডিবির মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। ১৬ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার রসিকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার ঢোরবনা এলাকার মৃত ফুটু মন্ডলের ছেলে রবিউল ইসলাম রবু (৫৫), মেরাতুল ইসলামের ছেলে সুমন আলী (২৫) রসিক নগরের মৃত সলেমান মন্ডলের ছেলে রুবেল আলী (৪০)।

গোয়েন্দা শাখা ডিবির ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএমসহ সঙ্গীয় ফোর্স ঢোরবনা এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে আসামী রবুর শয়ন কক্ষ থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় রবু, সুমন ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।