নওগাঁয় দিন দিন অধিক লাভজনক উন্নত জাতের সরিষা চাষ বৃদ্ধি পাচ্ছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর অন্যতম খাদ্য ভান্ডার মহাদেবপুর উপজেলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষা চাষ হয়েছে। বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে অধিক ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। গত বছর স্থানীয় বাজারে উন্নত জাতের সরিষার দাম ভালো পাওয়ায় কৃষকরা এবার সরিষা চাষে অধিক আগ্রহী। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় এ বছর প্রত্যেক সরিষা চাষি অধিক মুনাফা লাভ করবেন বলে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ১হাজার ২শত ৬০হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কৃষকরা ১হাজার ৪শ ৩০হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফশী) বারি-১৪ ও বারি-১৫ জাতের সরিষা চাষ করেছেন। চলতি মৌসুমের শুরুতে উপজেলা কৃষি বিভাগ ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’ উদ্ভাবিত অধিক ফলনশীল বারি-১৪ ও বারি-১৫ জাতের সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে। এ দুটি জাতের সরিষা মাত্র ৭৫-৮০ দিনে ঘরে তোলা যায়। প্রতি হেক্টরে ফলন হয় প্রায় দেড় হাজার কেজি। সরিষা কেটে ওই জমিতে আবার বোরো আবাদ করা যায়। এতে কৃষি জমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হয়। উপজেলার ভীমপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, এ বছর তিন বিঘা জমিতে বারি-১৪ ও বারি-১৫ জাতের সরিষার আবাদ করেছি। বিঘাপ্রতি প্রায় ৩-৪ হাজার টাকা খরচ হয়েছে। সরিষার গাছ ভালো হয়েছে। আশা করছি বাম্পার ফলন হবে। একই গ্রামের কৃষক হাফিজুর রহমান বলেন, গত বছর বাজারে সরিষার দাম ভালো পাওয়ায় এবার চাষ করেছি চার বিঘা। উপজেলার সুলতানপুর গ্রামের কৃষক হাবিব বলেন, কৃষি অফিসের পরামর্শে দুই বিঘা জমিতে উন্নত জাতের সরিষা আবাদ করেছি। সরিষার জমিতে ধানের আবাদ ভালো হয় এবং বোরো চাষে খরচ কম হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন,কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। বারি-১৪ ও বারি-১৫ সরিষা বপনের মাত্র ৭৫-৮০ দিনের মধ্যে এর ফলন পাওয়া যায়। এ সরিষা উত্তোলন করে বোরো আবাদ করতে পারেন বলে এটাকে কৃষকরা “ফাও ফসল” হিসেবে অভিহিত করে থাকেন।’ তিনি আরও বলেন, বারি-১৪ জাতের সরিষার গাছ লম্বা হওয়ায় এর পাতা মাটিতে ঝরে পড়ে জৈব সারের কাজ করে। এতে জমির উর্বরতা শক্তি বাড়ে। Share this:FacebookX Related posts: চাটমোহরে ধানের বাজারে নেই প্রত্যাশিত দাম, হতাশ কৃষক নওগাঁয় বাম গনতান্ত্রিক জোট ও বিএনপির বিক্ষোভ সমাবেশ নওগাঁয় ছোট যমুনার ধারে ময়লা-আবর্জনা দূর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ নওগাঁয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত ধান ক্রয়ে অনিয়ম সহ্য করা হবে না : খাদ্যমন্ত্রী নওগাঁয় গাছে গাছে আামের মুকুলের সমারোহ আত্রাইয়ে ধানের দাম ভাল পাওয়ায় কৃষকের মুখে হাসি টানা বৃষ্টিতে বোরো ধান নিয়ে বেকায়দায় রাজশাহীর কৃষকরা রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের ইরি-বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক মধ্য প্রাচ্যের সবজি স্কোয়াশ চাষ হচ্ছে এখন আত্রাইয়ের মাটিতে SHARES Matched Content কৃষি বিষয়: অধিক লাভউন্নত জাতদিন দিননওগাঁসরিষা চাষ