নগরকান্দা উপজেলা চেয়ারম্যান হলেন কাজী শাহ্ জামান বাবুল

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, মে ২২, ২০২৪
নগরকান্দা উপজেলা চেয়ারম্যান হলেন কাজী শাহ্ জামান বাবুল

অনলাইন ডেস্ক : ফরিদপুরের নগরকান্দায় উপজেলা নির্বাচনে কাজী শাহ্ জামান বাবুল আনারস প্রতীক নিয়ে ৩৭ হাজার ২শ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান সরদার মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৪ হাজার ৪৩৬টি।

মঙ্গলবার (২১ মে) নগরকান্দা উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ৬৫ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ মোস্তাফিজুর রহমানটিউবওয়েল প্রতীক নিয়ে২৬ হাজার ৯১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রাকিবুল লস্কারটিয়া পাখি প্রতীক নিয়ে ১২ হাজার ৩৯২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়াও চুন্নু শেখ মাইক প্রতীক নিয়ে ৮ হাজার ৯৪ ভোট পেয়েছেন। চৌধুরী মারুফ হোসেন বকুল তালা প্রতীক নিয়ে ৭ হাজার ১৮২ ভোট পান। সাহেব মিয়া চশমা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫ হাজার ৬১২টি।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানা পারভীন (মনি)হাঁস প্রতীক নিয়ে২৫ হাজার ৩৫৯ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আইরিন খানম ফুটবল প্রতীক নিয়ে ২১ হাজার ১৮৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। কামরুন্নাহার রিটা (কলস) ১২ হাজার ২৭৮ ভোট পেয়েছেন।

ফরিদপুর পুলিশ সুপার মোসের্দ আলমের দিক নির্দেশনায় উপজেলা নির্বাচনী প্রতিটি কেন্দ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল।

নগরকান্দা সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ফরিদপুর পুলিশ সুপার স্যারে দিকনির্দেশনায় নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ছিল তৎপর যে কারনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচনী সকল প্রকার কার্যক্রম শেষ হয়।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাচন শেষ করতে পেরেছি।

প্রসঙ্গত, ফরিদপুরে নগরকান্দা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৭৪ জন, নারী ভোটার সংখ্যা ৮১ হাজার ৪২৩ জন। চেয়ারম্যান পদে দুইজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন।