হালুয়াঘাটে মাকে হত্যা করা সেই ছেলে আটক

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের হালুয়াঘাটে মাকে হত্যা করা মানসিক ভারসাম্যহীন ঘাতক ছেলে সাদেকুল ইসলাম ছাবিরকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। বুধবার রাতে হালুয়াঘাট থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কৈলাটি গ্রামের একটি জঙ্গল থেকে অভিযুক্তকে আটক করেন।

জানা যায়, মাকে হত্যার পর ঘাতক সাদেকুল নিজে আত্মহত্যা করার চেষ্টা চালায়। তার গলা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। পুলিশ তাকে হালুয়াঘাট হাসপাতালে ভর্তি করেছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানায়, তার গলার ক্ষতটি খুবই গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার উপজেলার উত্তর কৈলাটি গ্রামে নিজের মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে ঘাতক সাদেকুল (২৫)। ঘটনাস্থলেই মা ফিরোজা খাতুন (৫৫) মারা যান। নিহত ফিরোজা বেগম সাবদুলের স্ত্রী। তিনি তিন ছেলে ও এক কন্যা সন্তানের জননী। আটকের বিষয়টি হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস নিশ্চিত করেন।