দুর্গাপুরে বজ্রপাতে শিক্ষার্থী আহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৪ অনলাইন ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আহত হয়েছে ঝর্ণা আক্তার (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থী। সে বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা মহিলা মাদরাসার শিক্ষার্থী। ঝর্না ওই এলাকার মৃত শহিদ মিয়ার মেয়ে। ঝর্না আক্তারের মা জানান, শনিবার (১৮ মে) সকাল ৮.০০ ঘটিকার সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। ওই সময় ঝর্না আম কুড়াতে বের হলে বজ্রপাতে গুরুতর আহত হয় এবং হাতের অনেক খানি পুড়ে যায়। তার শরীর প্রচন্ড ঠান্ডা হতে থাকলে আমরা দ্রুতই তাকে দুর্গাপুর সরকারি হাসপাতালে ভতি করি। এখন একটু ভালো। এ নিয়ে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হান বলেন, বজ্রপাতে ঝর্না আক্তারের হাত অনেক খানি পুড়ে গেছে। রোগি হাসপাতালে আনার সাথে সাথেই চিকিৎসা শুরু করেছি। এখন একটু ভালো। এ খবর শুনে রোগীর খোঁজখবর নিতে হাসপাতালে আসেন, উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান। ওই সময় তিনি আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: জেবুন্নেছা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। Share this:FacebookX Related posts: নেত্রকোণার দুর্গাপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৫ দুর্গাপুরে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর উপর হামলা দুর্গাপুরে বিএনপি’র নেতা গ্রেফতার দুর্গাপুরে গরুর শরীরে দেখা দিচ্ছে এলএসডি রোগ আতঙ্কে খামারিরা দুর্গাপুরে প্রতিবেশীর দায়ের কোপে কৃষক নিহত দুর্গাপুরে বজ্রপাতে বড় ভাইয়ের মৃত্যু : ছোট ভাই আহত জনপ্রিয় অনলাইন পত্রিকা “দৈনিক সময় সংবাদ”র জন্য সংবাদকর্মী আবশ্যক হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ করোনায় আক্রান্ত-২ গৌরীপুরে খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ ১২০ জনকে সহায়তা প্রদান গৌরীপুরে মৃত নবজাতকের লাশ উদ্ধার হালুয়াঘাটে ২৭৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জনি গ্রেফতার ভালুকায় সেফটি ট্যাংকিতে পড়ে মা ও শিশু ছেলেসহ নিহত-৩ SHARES Matched Content দেশের খবর বিষয়: দুর্গাপুরেবজ্রপাতে শিক্ষার্থী আহত