খড় আনতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৪

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে ফাতেমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। জমি থেকে খড় সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার (১৮ মে) সকালের দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা খাতুন (৪০) গলদাপাড়া গ্রামের নুর হোসেনের স্ত্রী এবং আবুল বাশারের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, সকালে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাড়ির পাশের খলায় ধান শুকচ্ছিলেন ফাতেমা খাতুন। এসময় পাশের জমিতে খড়ের স্তুপ থেকে খড় আনতে যান তিনি । সেসময় বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাত হচ্ছিল। আর সেই বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: সাবিনা ইয়াসমিন বলেন,” মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ফাতেমা খাতুনকে। আমরা পুলিশকে খবর দিয়েছি”।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান যায়যায়দিনকে বলেন,” খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান”।