হালুয়াঘাট সীমান্তে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪ হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী ধোপাজুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ উদ্দিন (৭০) উপজেলার বানাইচিরিঙ্গি পাড়া এলাকার মৃত জাফর আলীর পুত্র। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক আলতাফ উদ্দিন তার বাড়ির ৪০০ মিটার দুরে ধোপাজুরি পাহাড়ের ঢালে বোরো ক্ষেতের পাকা ধান কেটে রেখে ছিলেন। গতকাল রাতে ছেলে হানিফকে নিয়ে ক্ষেত পাহারা দিতে যান তিনি। রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি হাতি ক্ষেতে আক্রমণ চালালে হানিফ দৌঁড়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হলেও আলতাফ আর ফিরে আসতে পারেনি। এ সময় হাতির আক্রমণের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় জয়রামকুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সীমান্তবর্তী এলাকাবাসী নির্ঘুম রাত কাটাচ্ছে। হাতির আক্রমণে প্রায়ই কৃষক মারা যাচ্ছে। ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম জানান, নিহত কৃষকের পরিবারকে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হবে। আবেদনের প্রেক্ষিতে বন বিভাগ থেকে তার পরিবারকে ৩ লাখ টাকা সহায়তা করা হবে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: বজ্রপাতে কৃষকের মৃত্যু হালুয়াঘাটে ফসল রক্ষা করতে গিয়ে ভারতীয় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু কলমাকান্দায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু গৌরীপুরে বিতর্কিত শিক্ষক ও তার ২ সহযোগী ইয়াবাসহ গ্রেফতার হালুয়াঘাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র বিতরণ গৌরীপুরে ২ হাজার হতদরিদ্রের বাড়িতে খাবার পৌঁছে দিবে এমপি নাজিম গৌরীপুরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগ-যুবলীগ হালুয়াঘাট কৃষি অফিসের ৫ কর্মকর্তাসহ নতুন আক্রান্ত-৬, মোট আক্রান্ত ২৫ নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের ধাক্কায় হেলপার নিহত গৌরীপুর সংবাদপত্র সেবা সংস্থার সভাপতি জলিল সম্পাদক সেকান্দর ভালুকায় সুদের টাকার জন্য আদিবাসীর আত্মহত্যা বৃষ্টির পানিতে ভাসছে আশ্রয়ন প্রকল্পের ঘর SHARES Matched Content দেশের খবর বিষয়: কৃষকের মৃত্যুহাতির আক্রমণেহালুয়াঘাট সীমান্তে