রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৪ অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের তাপদাহে প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরবাসী অবশেষে পেলেন স্বস্তি। বজ্রসহ শিলাবৃষ্টি নেমে শীতল করেছে রাজধানীকে। রোববার রাত সাড়ে ৯টার পর থেকে নগরীর বিভিন্ন জায়গায় বাতাস বইতে থাকে। ফলে নগরের তাপমাত্রা কিছুটা প্রশমিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে নামে স্বস্তির বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে আকাশ থেকে ঝরে শিলা। অর্থাৎ মৌসুমের প্রথম শিলাবৃষ্টির অভিজ্ঞতা নিয়েছে নগরবাসী। মিরপুরের বাসিন্দা ইকরাম হাসান বলেন, সেখানে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। বৃষ্টিতে পরিবেশটা বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। এর আগে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের অধিকাংশ জায়গায়ই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে। আর যেসব অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটিও প্রশমিত হবে।পূর্বাভাসে আরও বলা হয়েছিল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এছাড়া, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অধিকাংশ জায়গায় প্রশমিত হতে পারে। ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে। ৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোণায়, সিলেটে হয়েছে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত। Share this:FacebookX Related posts: রাজধানীতে মা ও দুই শিশুর লাশ উদ্ধার রাজধানীতে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য আটক রাজধানীতে বিদ্যুৎ সাবস্টেশনে ভয়াবহ আগুন রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার পলাতক আসামি নিহত রাজধানীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক রাজধানীতে চার ছিনতাইকারীকে আটক রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১ রাজধানীতে ইয়াবাসহ আটক ৩ রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ রাজধানীতে ভুয়া নিয়োগ চক্রের ৬ সদস্য গ্রেফতার রাজধানীতে দুই বোনকে কুপিয়ে হত্যা রাজধানীতে ৩ বাসে আগুন SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: প্রথম শিলাবৃষ্টিমৌসুমেররাজধানীতে