গ্রামে লোডশেডিং না করার নির্দেশ প্রধানমন্ত্রীর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৪ অনলাইন ডেস্ক : গ্রামাঞ্চলে লোডশেডিং না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরেও যাতে লোডশেডিং না হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার মন্ত্রীপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন আমরা সেটা করার চেষ্টা করছি। এখন ধীরে ধীরে আগের চেয়ে বিদ্যুৎ-এর অবস্থা ভালোর দিকে যাচ্ছে। তেল এবং অর্থ নিয়ে যে সংকট ছিল তা অনেকটা কেটে যাওয়ায় বিদ্যুৎ পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে।প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় সবসময় তিনি নজরদারি রাখেন যাতে বিদ্যুৎ-এর সমস্যা দ্রুত মিটে যায়। নসরুল হামিদ আরও বলেন, তাপপ্রবাহের কারণেও বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছিল। এখন সেটাও উন্নতির দিকে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে লোডশেডিং কমিয়ে আনা হবে। Share this:FacebookX Related posts: জনসমাগম এড়িয়ে চলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ১২ এপ্রিল প্রধানমন্ত্রীর তহবিলে শিক্ষা মন্ত্রণালয়ের ৭ কোটি টাকার অনুদান ঢাকা বিমানবন্দরের সম্প্রসারণ কাজ দ্রুত করার তাগিদ প্রধানমন্ত্রীর ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জন্মদিনে নরেন্দ্র মোদির শুভেচ্ছা সচিবদের ১১ নির্দেশনা প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর মার্কেটে আগুন নাশকতা কি না, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুরে প্রধানমন্ত্রীর নির্বাচনি জনসভা ৩০ জুলাই ‘শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন’ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ২২ হাজার পরিবার SHARES Matched Content জাতীয় বিষয়: গ্রামে লোডশেডিংনা করার নির্দেশপ্রধানমন্ত্রীর