সিলেটে বিয়ের প্রলোভনে ৩ মাস আটক রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

অনলাইন ডেস্ক : সিলেটে বিয়ের প্রলোভনে এক তরুণীকে তিন মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা সাক্ষরিত বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রুবিনা বেগম নামের এক মহিলা মোগলাবাজার থানাপুলিশকে খবর দেন- শাহ আলম আহমদ মানিক (৩৬) নামের যুবক তার বোনকে বিয়ের প্রলোভনে মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার জুবেল মিয়ার কলোনির ভাড়া বাসায় আটকে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে মোগলাবাজার থানার এসআই (নি:) রাজীব কুমার রায় ফোর্সসহ উপস্থিত হয়ে ওই তরুণীকে (১৮) উদ্ধার করেন।

এ সময় ধর্ষিতা কিশোরী পুলিশকে জানান, গত ৩ মাস পূর্বে শাহ আলম আহমদ মানিক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে এই কলোনিতে নিয়ে আসেন। পরবর্তীতে তাকে বিয়ে না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে কলোনির এক ঘরে আটক রেখে জোরপূর্বক তিন মাস যাবৎ ধর্ষণ করছেন।

এ বিষয়ে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে মোগলাবাজার থানার মামলা নং-০৪, তাং ১৪/০১/২০২০খ্রি. ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(১) রুজু করা হয়েছে। আসামি শাহ আলম আহমদ মানিককে গ্রেপ্তার পূর্বক আদালতে সোপর্দ করা হয় এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ওসিসি, সিলেটে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।