ময়মনসিংহে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৪
ময়মনসিংহে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকা হতে ৩০ বোতল বিদেশী মদ ও ১০০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছেন র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

১৯ মার্চ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদককারবারীরা হলেন, সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর থানার নারায়নতলা গুচ্চ গ্রামের আবুল কাশেম এর পুত্র খালেদ ৥ হৃদয় (২৪), একই থানার ঘাসিগাও গ্রামের আব্দুল আ্ওয়াল এর পুত্র ইসমাইল হোসেন (২৭) ও নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ছোচাউড়া গ্রামের আবুল হাসেম এর পুত্র মোকশেদ আলী (৩২)।

র‌্যাব-১৪ ময়মনসিংহ এর অপারেশনস্ অফিসার ও উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৯ মার্চ বিকালে র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন বিপিএম এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বোতল বিদেশী মদ ও ১০০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় নেশা জাতীয় মাদকদ্রব্য বিদেশি মদ ও ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করিয়া যুবসমাজকে ধ্বংস করে আসছিল। এ-ব্যাপারে র্যাব বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।