গৌরীপুরে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারী গ্রেফতার

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৪
গৌরীপুরে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের গৌরীপুর থানার রামগোপালপুর বাজারস্থ হোটেল শাহ পরান এর সামনে পাকা রাস্তার উপর তল্লাশী চৌকি পরিচালনা করে পিকআপের মধ্যে রক্ষিত বাঁশের ডালির ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০ কেজি মাদকদব্য গাঁজা’সহ ৩ জন মাদককারবারী‘কে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪, ময়মনসিংহ। এ সময় ১টি পিকআপ ভ্যান জব্দ করেন।

গত ১৭ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার রামগোপালপুর বাজারস্থ হোটেল শাহ পরান এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদককারবারীরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার দক্ষিন তেতাভূমি গ্রামের আব্দুল বারেক ওরফে মোহাম্মদ আলী এর পুত্র মুন্না ওরফে সুজন (২০), বুড়িচং থানার রাজাপুর গ্রামের প্রমুত কর্মকার এর পুত্র অপু কর্মকার(২১) ও উত্তর গ্রাম গ্রামের মৃত আঃ সামাদ এর পুত্র সাগর(২১)।

র‌্যাব-১৪ ময়মনসিংহ এর অপারেশনস্ অফিসার ও উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৭ মার্চ দুপুর অধিনায়ক র‌্যাব-১৪ এর নির্দেশে সিনিয়র সহকারী উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর থানাধীন রামগোপালপুর বাজারস্থ হোটেল শাহ পরান এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে একটি পিকআপ গাড়ীকে সংকেত দিলে পিকআপ গাড়ীটি চেকপোস্টের নিকট থামে। এ সময় পিকআপ গাড়ীসহ গাড়ীর ভিতর থাকা ৩ মাদককারবারিকে আটক করেন।
এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে র‌্যাব সদস্যগণ পিকআপ গাড়ীটি তল্লাশী করে। তল্লাশীকালে পিকআপ গাড়ীতে বোঝাইকৃত বাঁশের ডালির মধ্যে অভিনব কায়দায় রক্ষিত খাঁকী রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ২ কেজি করে ১৫ প্যাকেটে সর্বমোট ৩০ কেজি গাঁজা ৩টি মোবাইল ফোন, নগদ ১০,৪৭০/- টাকা ও ১টি পিকআপ গাড়ী উদ্ধার করে জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীদের‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা মাদককারবারী চক্রের সদস্য এবং মাদক ব্যবসা পরিচালনা করার জন্য তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করতো। ধৃত আসামিরা আরো জানায় যে, তারা কুমিল্লা জেলা হতে অবৈধ ভাবে মাদকদব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ সকল মাদক কারবারীদের’কে আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহন করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।