নান্দাইলে হত্যা মামলার মূলহোতা গ্রেফতার

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৪
নান্দাইলে হত্যা মামলার মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এনামুলকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার মূলহোতা আবুল ইসলাম(৪৫)কে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪, ময়মনসিংহ।

গত ১৫ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার সদর থানার চৌদ্দশত পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামি হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ভাটী চারিয়া গ্রামের মৃত আঃ জব্বার এর পুত্র আবুল ইসলাম (৪৫)।

র‌্যাব-১৪ ময়মনসিংহ এর সহকারী পুলিশ সুপার ও স্কোয়াড কমান্ডার মোঃ জাহিদ হাসান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ময়মনসিংহের নান্দাইল থানাধীন ভাটী চারিয়া গ্রামস্থ বাদী ও আসামিরা ভাগিশরিক এবং তারা পরস্পর বসবাস করতেন। জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। জমি-জমা সংক্রান্তে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান ছিল। গত ১৩ মার্চ বিকালে আসামি আবুল ইসলাম(৪৫) এর নেতৃত্বে এজাহারনামীয় ১০ জন আসামি‘সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি হাতে দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বসতবাড়ীর উঠানে এসে বাদী মজিবুর রহমান, তার ভাই ফারুক মিয়া এবং এনামুল হক‘কে গালিগালাজ করতে থাকে। তখন, বাদী এবং তার ভাইয়েরা প্রতিবাদ করলে আসামি আবুল ইসলাম(৪৫) সহ অন্যান্য আসামিরা ভিকটিম এনামুল হক(৩০) এর মাথায়, হাতে এবং চোখের নিচে কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করেন। বাদীসহ তার অপর ভাই সাক্ষী ফারুক মিয়া ও বাদীর স্ত্রী লিপি আক্তার ভিকটিম এনামুল হক‘কে বাঁচানোর জন্যিএগিয়ে আসলে আসামিরা বাদীর ভাই সাক্ষী ফারুক মিয়া এর মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।

আসামিরা বাদী এবং তার স্ত্রী লিপি আক্তার‘কে মারপিঠ করে জখম করেন। পরে, বাদী স্থানীয়দের সহায়তায় ভিকটিম এনামুল হক(৩০) এবং জখমী সাক্ষী ফারুক মিয়া‘দ্বয়কে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম এনামুল হক(৩০) কে মৃত ঘোষণা করেন এবং জখমী ফারুক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিম এনামুল হক(৩০)‘কে হত্যার ঘটনায় ময়মনসিংহের নান্দাইল থানা এলাকাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের ভাই মোঃ মজিবুর রহমান বাদী হয়ে এজাহারনামীয় ১০ জন‘সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন‘কে আসামী করে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যাহার মামলা নং-২০। মামলার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়ে পলাতক ছিল।

এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অধিনায়ক র‌্যাব-১৪, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির, র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদরের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন ও র‌্যাব-১৪,সিপিএসপি এর স্কোয়াড কমান্ডার এএসপি মুহাঃ জাহিদ হাসান এর নেতৃত্বে একটি যৌথাভিযানিক দল ইং ১৫ মার্চ রাতে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন চৌদ্দশত পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ভিকটিম এনামুল হককে হত্যার মূলহোতা আবুল ইসলামকে গ্রেফতার করেন। ধৃত আসামি‘কে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।