কুমিল্লা সিটি নির্বাচনে বিপুল ভোটে সূচনার জয় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৪ অনলাইন ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন তাহসিন বাহার সূচনা। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন। বেসরকারি ফলাফল অনুযায়ী, ১০৫টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহসিন বাহার সূচনা (বাস প্রতীক) পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। এ ছাড়া নিজাম উদ্দীন কায়সার (ঘোড়া প্রতীক) ১৩ হাজার ১৫৫ ভোট এবং নূর উর রহমান মাহমুদ তানিম (হাতি প্রতীক) পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে।তিনি প্রথমবারের মতো সিটি নির্বাচনে প্রার্থী হন। ২০১২ সালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত মনিরুল হক সাক্কু। এরপর ২০১৭ সালের নির্বাচনেও দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন সাক্কু। ২০২২ সালের ১৫ জুন কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র সাক্কুকে হারিয়ে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আরফানুল হক রিফাত মৃত্যুবরণ করেন। এতে মেয়র পদটি শূন্য ঘোষণা করে ইসি। Share this:FacebookX Related posts: বসন্তের ছোঁয়ায় রঙিন পার্বত্য খাগড়াছড়ি মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বেহাল দশা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মহালছড়িতে বৃক্ষরোপণ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক পটিয়ায় রাস্তার গাছ অনুমতি ছাড়া কাটার অভিযোগ খানাখন্দে ভরা রায়পুর-বিরামপুর সড়ক, দুর্ভোগে ৫০ হাজার মানুষ লক্ষ্মীপুরে ৬৫ গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ শ্বশুর বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে জামাই নিহত খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে সেনাপ্রধান চাঁদপুরে প্রায় অর্ধ শত গ্রামে ঈদ-উল ফিতর পালিত মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: কুমিল্লা সিটিনির্বাচনেবিপুল ভোটে সূচনার জয়