ময়মনসিংহে সিএনজিকে বাসের চাপা দেয়ার ঘটনায় সাত জন নিহত

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৪

অনলাইন ডেস্ক : ময়মনসিংহে সিএনজি চালিত অটোরিকশাকে বাসের চাপা দেয়ার ঘটনায় সাত জন নিহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলপুর উপজেলার চর আশাবট গ্রামের বাবলু (৫৫), তার স্ত্রী শীলা (৪০) ও ছেলে সাদমান (১০)। বাকিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, তারাকান্দার দিক থেকে আসা শম্ভুগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাটি আরেকটি গাড়ি ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসটি চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা নারী-শিশুসহ সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থলে উপস্থিত সদর থানার এসআই হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, সিএনজি চালিত অটোরিকশাকে বাসের চাপা দেয়ার ঘটনায় সাত জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে, শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের এই দুর্ঘটনায় দুই পাশের অসংখ্য যানবাহন আটকা পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ সময় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক করে। বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।