অব্যাহতি দেওয়ার ক্ষমতা রওশন এরশাদের নেই: চুন্নু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪ অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পার্টির প্রধান পৃষ্ঠপোষক কাউকে অব্যাহতি দিতে পারেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। রোববার বেলা ২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।এর আগে, রোববার সকাল ১১টায় গুলশানে পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন রওশন এরশাদ। একইসঙ্গে তিনি নিজেকে পার্টির চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে পার্টির মহাসচিব হিসেবে ঘোষণা করেন। রওশন এরশাদের এই সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেগম রওশন এরশাদের ঘোষণা আমরা আমলে নিচ্ছি না। জাতীয় পার্টি চেয়ারম্যান হচ্ছেন জি এম কাদের এমপি। জাতীয় পার্টির নিবন্ধন নম্বর ১২। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জি এম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান এবং আমি (মুজিবুল হক চুন্নু এমপি) মহাসচিব। জাতীয় পার্টির গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই, যে ধারার ক্ষমতায় পার্টির প্রধান পৃষ্ঠপোষক জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব বা অন্য কাউকে পদ থেকে বাদ দিতে পারেন। এমন কিছু আমাদের গঠনতন্ত্রে নেই। তিনি বলেন, এই নিয়ে তৃতীয়বারের মত তিনি আমাদের বাদ দিয়েছেন। এর আগেও দুইবার আমাদের বাদ দিয়ে তিনি সেই চিঠি প্রত্যাহার করেছেন। তাই পার্টির মহাসচিব হিসেবে বেগম রওশন এরশাদের ঘোষণা নলেজে নিচ্ছি না। এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই, এটি অগঠনতান্ত্রিক। বেগম রওশন এরশাদের ঘোষণা আমরা আমলে নিচ্ছি না। অনিয়ম বা গঠনতন্ত্রের বাইরে মনের মাধুরী মিশিয়ে যে কেউ যা খুশি বলতে পারে, এ নিয়ে আমাদের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। অপর এক প্রশ্নে জবাবে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি আরও বলেন, বেগম রওশন এরশাদ হচ্ছেন জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী, আমরা তাকে শ্রদ্ধা করি। সে কারণেই তাকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। তার দলীয় বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। প্রধান পৃষ্ঠপোষক পদটি হচ্ছে আলংকারিক পদ। এই পদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই। যারা দলের সাথে নেই, পদ-পদবী নেই তাদের কথার কোনো গুরুত্ব আছে বলে মনে করি না। দলের কোনো বিষয়ে কিছু বলার সুযোগ নেই প্রধান পৃষ্ঠপোষকের। মুজিবুল হক চুন্নু আরও বলেন, আমাদের দলের প্রেসিডিয়াম ও নির্বাহী কমিটির মিটিং ডাকা হবে, সেখানে বিশ্লেষণ করা হবে আমাদের রাজনীতি ও নির্বাচন নিয়ে। জাতীয় পার্টি জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম, নির্বাহী কমিটি, জেলা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও জাতীয় পার্টির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। Share this:FacebookX Related posts: ব্যাংক ঋণে সুদহার ৯ ও ৬ বাস্তবায়নে সরকার কঠোর : অর্থমন্ত্রী বাঙালীর জাতিরাষ্ট্র গঠনে মমতাজ বেগমের অবদান অবিস্মরণীয়: মোস্তাফা জব্বার প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আম্ফান’ সাবেক আইন সচিব জহিরুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক করোনায় মৃত্যুর সংখ্যা কমছে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু ঢাকায় আজও তাপমাত্রা বাড়তে পারে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল সংসদে আবদুল মতিন খসরুর আসন শূন্য ঘোষণা বাজেট অধিবেশন শুরু হচ্ছে রোববার ভোটের দিন অস্বচ্ছতার চেষ্টা হলে নির্বাচন বন্ধ: সিইসি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ SHARES Matched Content জাতীয় বিষয়: অব্যাহতিচুন্নুদেওয়ার ক্ষমতারওশন এরশাদের নেই