বিরোধী দলীয় নেতা জি এম কাদের, উপনেতা আনিসুল ইসলাম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪ অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। রোববার সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্পিকারের আদেশক্রমে সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদের (২১, রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১)(ট) অনুযায়ী বিরোধীদলের নেতা এবং ‘বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ মোতাবেক ২৮২, চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন।’ বিরোধী দলীয় নেতা হিসেবে জি এম কাদের মন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধাপ্রাপ্ত হবেন। এর আগে গত ১৮ জানুয়ারি জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এ সংক্রান্ত দলীয় সিদ্ধান্ত অনুমোদন করে দলটি। এরপর তা স্পিকারের অনুমোদনের জন্য পাঠানো হয়। আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। একাদশ সংসদে জাপার তৎকালীন চেয়ারম্যন হুসেইন মুহাম্মদ এরশাদ বিরোধী দলীয় নেতা ও জি এম কাদের রিরোধীদলীয় উপনেতা ছিলেন। প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মাত্র ১১ আসনে জয়ী হয়েছে। ২৯৮ আসনের ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়ী হয়েছেন। একটি আসন করে পেয়েছে ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং কল্যাণ পার্টি। বাকি ২২২ আসনে জয় পায় আওয়ামী লীগ। এবারই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৮৬ সালে ৩২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছিলেন। Share this:FacebookX Related posts: জাতীয় পার্টি আর আওয়ামী লীগ জোটে নেই: জি এম কাদের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ভিয়েতনাম যাত্রীবাহী ট্রেন চালুর সুযোগ নেই : রেলমন্ত্রী শাহেদকে নিয়ে অভিযানে ডিবি, অস্ত্র-মদ উদ্ধার করোনায় ত্রাণ পেল পৌনে ২ কোটি পরিবার মঙ্গলবার থেকে ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট চালু ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ ২৪ ঘণ্টায় চার বিভাগে মৃত্যু নেই মাস্ক ছাড়া বেখেয়ালি চলাফেরায় আরও বিপর্যয় নিয়ে আসবে : স্বাস্থ্যমন্ত্রী খিলক্ষেতে বাস আটকে কর্মস্থলগামীদের বিক্ষোভ আ’লীগ সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে: প্রধানমন্ত্রী রেলমন্ত্রীর সাময়িক পদত্যাগ চাইলো টিআইবি SHARES Matched Content জাতীয় বিষয়: উপনেতা আনিসুল ইসলামজি এম কাদেরবিরোধী দলীয় নেতা