নেত্রকোণায় ধর্ষন মামলার বাদীকে পিটিয়ে হত্যা গ্রেফতার ৬

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণার আটপাড়ায় ধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার মূলহোতা‘সহ ৬ জন আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪ ময়মনসিংহ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধা থেকে গভীররাত রাত পর্যন্ত টঙ্গিসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, নত্রকোণা জেলার আটপাড়া থানার পালগাঁও গ্রামের মৃত চান মিয়া ফকির এর পুত্র মোঃ নুরুল হক (৩৮), সম্রাট মিয়া (৫০) সামছুল হক (৪৫), কালাম উদ্দিন মুন্সী এর পুত্র মাসুদ মিয়া (৩০), মৃত গিয়াস উদ্দিন এর পুত্র হিমন মিয়া (৩০) ও মৃত নুর মিয়ার পুত্র রোকন মিয়া (৩০)।

র‌্যাব-১৪ ময়মনসিংহ এর উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এজাহার পর্যালোচনা এবং স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণার আটপাড়া থানাধীন তেলিগাতী ইউনিয়নের পালগাঁও গ্রামের ভিকটিম সেলিনা আক্তার ও তার স্বামীর সাথে আসামিদের দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলে আসছিল। ঘটনার কিছুদিন পূর্বে ভিকটিম সেলিনা আক্তার নেত্রকোণা জেলার আটপাড়া থানায় বাদী হয়ে আসামি মাসুদ মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫। উক্ত মামলা দায়েরের পর থেকে আসামিরা সেলিনা আক্তার এর প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৩ জানুয়ারি ঘটনার দিন দিবাগত রাতে আসামিরা রামদা, কিরিচ, লোহার রড ও চাপাতি নিয়ে সেলিনা আক্তার এর বাড়ীতে প্রবেশ করে এবং ঘরের দরজা ভেঙ্গে সেলিনা আক্তার‘কে বাড়ীর উঠানে নিয়ে আসেন।

এ সময় দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম সেলিনা আক্তার এর মাথায়, বুকে ও পেটে এলোপাথারি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। সংবাদ পেয়ে পুলিশের সহায়তায় রাত ৪টার সময় সেলিনা আক্তারকে উদ্ধার করে প্রথমে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাৎক্ষনিকভাবে সেলিনা আক্তার‘কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঐদিন ভোরবেলা কর্তৃব্যরত চিকিৎসক সেলিনা আক্তার‘কে মৃত বলে ঘোষনা করেন। সেলিনা আক্তার‘কে হত্যার ঘটনায় নেত্রকোণা জেলার আটপাড়া থানা এলাকাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের ননদ বেদেনা আক্তার গত ৮ জানুয়ারি এজাহারনামীয় ১০ জন‘সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন‘কে আসামী করে নেত্রকোণা জেলার আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৬। উক্ত ঘটনার পর থেকে আসামিরা তাদের নিজ বাড়ি ত্যাগ করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিলেন।

এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অধিনায়ক র‌্যাব-১৪’র নির্দেশক্রমে অপারেশনস্ অফিসার ও উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল টঙ্গিসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় র‌্যাব-১ এর সহায়তায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ৬ জন আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদেরকে নেত্রকোণা জেলার আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানে গত ২১ জানুয়ারি এই মামলার আসামি পালগাঁও গ্রামের শাহ জাহান এর পুত্র অসীম (২৫) ও রাজু মিয়াকে (২৩) গ্রেফতার করে নেত্রকোণা জেলার আটপাড়া থানায় হস্তান্তর করেছেন।এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।