নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে ৩ হাজার ৯শত কেজি ভারতীয় চিনিসহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছেন র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ এলাকায় বিশেষ অভিযানপরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চোরাকারবারীরা হলেন, হালুয়াঘাট উপজেলার আকনপাড়া গ্রামের মৃত অনিল চন্দ্র সরকার এর পুত্র মন্টু সরকার (৪৭) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের হাসমত আলীর পুত্র শফিকুল ইসলাম (২৬)।
র্যাব-১৪ ময়মনসিংহ এর উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘‘বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানে নিয়ে র্যাব যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা, সন্ত্রাস, জঙ্গী, ছিনতাই, ডাকাতি, জুয়া, অপহরণ, খুন, ধর্ষণ, অসাধু অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪,সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা হতে পিকআপ তল্লাশী কারে ৩ হাজার ৯শত কেজি ভারতীয় চিনিসহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করেন এসময় গ্রেফতারকৃত আসামীদের কবল থেকে আনুমানিক ৫ লক্ষ ৭ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি জব্দ করেন। পাশাপাশি নগদ৭ হাজার ৮শত টাকাসহ একটি পিকআপ উদ্ধারসহ জব্দ করেন।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে বিদেশী পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী পণ্য আমদানি এর বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।