নেত্রকোনায় চোরাই অটোসহ গ্রেপ্তার-১

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

অনলাইন ডেস্ক : নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের নির্দেশনায় মডেল থানার ওসি মো. আবুল কালাম পিপিএময়ের তত্বাবধানে রোববার বিকেলে জেলা শহরের রাজুরবাজার এলাকায় এস.আই মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম চোরাই আটোসহ চোর মো. আবুল বাশার জয় কাজীকে (২২) গ্রেপ্তার করেছে।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম পিপিএম জানান, মডেল থানা পুলিশের সদস্যরা রোববার বিকেলে শহরের রাজুরবাজারে চেকপোস্ট পরিচালনাকালে অটোগাড়ীটিকে সিগন্যাল দিলে অটোচালক রাস্তায় অটো রেখে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে।

এ সময় এলাকাবাসীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসবাদে মো. আবুল বাশার জয় কাজী প্রকাশ করে সে রোববার বেলা ১২টার দিকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে কৌশলে একজন অটোচালককে নেশাজাতীয় ঔষধ খাইয়ে তাকে অজ্ঞান করে অটো নিয়ে নেত্রকোনা চলে আসে। গ্রেপ্তারকৃত মো. আবুল বাশার জয় কাজী ফরিদপুর জেলা সদরের শিবরামপুর মাদারডাঙ্গী গ্রামের মো. ইলিয়াস কাজীর ছেলে। এ ব্যাপারে ঈশ^রগঞ্জ থানায় বাদীর আবেদনের প্রেক্ষিত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।