গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় তিথী নিহতের ঘটনায় ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে স্কুলের প্রধান শিক্ষক এনামূল হক সরকারের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি পেশ করেন তারা। এতে স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাববক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় লোকজন অংশগ্রহন করেন। প্রসঙ্গত সোমবার (১৩ জানুয়ারী) ভোরে কোচিংয়ে যাওয়ার পথে তন্দ্রাচ্ছন্ন চালক ও হেলপারের অসাবধানতায় ট্রাকচাপায় ঘটনা স্থলে মারা যায় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী তিথী পাল (১২)। এসময় গুরুতর আহত হয় তার সহপাঠী মেধাবী ছাত্রী রূপা চক্রবর্তী। Share this:FacebookX Related posts: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় গৌরীপুরের শ্যামগঞ্জে বেকারী মালিককে ৭০ হাজার টাকা জরিমানা গৌরীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদে ক্ষুব্দ গৌরীপুরের রাইস মিল মালিকরা গৌরীপুরে পুকুর বেদখল: গ্রাম আদালতে মামলা গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ গৌরীপুরে এসএসসি’র চার পরীক্ষার্থী নিয়ে তোলপাড়! গৌরীপুরে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চালাচ্ছে সেচ যন্ত্র গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত গৌরীপুর সরকারী কলেজ অভ্যন্তরে প্রাচীন স্থাপনা না ভাঙ্গার দাবী গৌরীপুর পৌরসভার পক্ষে লাইসেন্স পরিদর্শক আতাউর রহমানকে সংবর্ধনা SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরপাইলট বালিকা উচ্চ বিদ্যালয়শিক্ষার্থীদের মানববন্ধন