গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় তিথী নিহতের ঘটনায় ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে স্কুলের প্রধান শিক্ষক এনামূল হক সরকারের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি পেশ করেন তারা। এতে স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাববক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় লোকজন অংশগ্রহন করেন।

প্রসঙ্গত সোমবার (১৩ জানুয়ারী) ভোরে কোচিংয়ে যাওয়ার পথে তন্দ্রাচ্ছন্ন চালক ও হেলপারের অসাবধানতায় ট্রাকচাপায় ঘটনা স্থলে মারা যায় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী তিথী পাল (১২)। এসময় গুরুতর আহত হয় তার সহপাঠী মেধাবী ছাত্রী রূপা চক্রবর্তী।