দেশের বাজারে কমল স্বর্ণের দাম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪ অনলাইন ডেস্ক : দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৭৫০ টাকা। এই দাম কমার কারণে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণ কিনতে গ্রাহকে গুনতে হবে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। যা আজকে ছিল ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।নতুন দাম অনুযায়ী, শুক্রবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা। আর ১৮ ক্যারেটের সোনা ৯০ হাজার ৫৭১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম পড়বে ৭৫ হাজার ৪৬৬ টাকা। এর আগে বুধবার সোনার দাম বাড়ানো হয়, যা আজ কার্যকর হয়। সে অনুযায়ী, আজকে ২২ ক্যারেটের সোনার ভরি ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৭৬ হাজার ৬৩২ টাকায় বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা বিক্রি হচ্ছে। Share this:FacebookX Related posts: দেশের বাজারে দাম বেড়েছে স্বর্ণের এক মিনিট অন্ধকারে থাকবে দেশ খোলা স্থানে তাজিয়া মিছিল নয়: ডিএমপি কমিশনার দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ লাখ কোয়ারেন্টাইন সেন্টারেই বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা ইসি’র নতুন সচিব হুমায়ুন কবীর কারাগারে নারীসঙ্গ জেলকোড অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী টিকা পাবে ৩ কোটি ৪০ লাখ মানুষ, সংসদে প্রধানমন্ত্রী শুধু ভোগ বিলাসেই ব্যয় প্রবাসীদের আয়? ২৩ মে স্কুল-কলেজ-২৪ মে বিশ্ববিদ্যালয় খুলছে না সাবেক ওসি প্রদীপের ২০, স্ত্রী চুমকির ২১ বছর কারাদণ্ড ঢাকা-১৭ আসনে উপনির্বাচন ১৭ জুলাই SHARES Matched Content জাতীয় বিষয়: কমল স্বর্ণের দামদেশের বাজারে