দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে একটা সিন্ডিকেট কাজ করে: কৃষিমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪ অনলাইন ডেস্ক : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই। আমাদের জিডিপির শতকরা ৮০ ভাগ কৃষক পর্যায়ে, কৃষিখাত থেকে আসে। জিডিপির গ্রোথ বৃদ্ধি করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষকরা যে ফসল উৎপাদন করে সেটা যেনো শতভাগ সফল ভাবে, পন্য হিসাবে বাজারে বিক্রি করতে পারে। মূল্য যাতে সঠিক পেতে পারে কৃষকরা তাহলেই হবে আমাদের সকলের সফলতা অর্জন।’ কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা জানি দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে একটা সিন্ডিকেট কাজ করে, এই সিন্ডিকেট আবার শুদ্ধ ভাষায় ব্যবহার হয়। এই সিন্ডিকেট ভাঙ্গার জন্য আমি পদ্ধতি খুঁজছি, কোন পদ্ধতিতে ভাঙ্গা যায়। সেটা ঢাকায়ও বলেছি, এখনও বলবো। আর শ্রীমঙ্গলের যারা ব্যবসায়ী আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, সবাইকে নিয়ে বসে আলোচনা করতে। তারা বলেছে শ্রীমঙ্গলের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করবে না। সিন্ডিকেট ভেঙ্গে যাবে, ভাঙ্গার ব্যাপারে ভয় নাই। ভয় তাদেরই যারা মজুদ করে তাদেরকে প্রতিরোধ করতে হবে।’ মন্ত্রী বলেন, ‘যে উন্নয়ন বাকি রয়েছে, এই পাঁচ বছরের ভিতর সমস্ত উন্নয়ন করতে পারবো বলে আমাদের বিশ্বাস রয়েছে। আপনারা জানেন কৃষি মন্ত্রনালয়ের মানুষ প্রত্যেকটি গ্রাম পর্যায়ে রয়েছে। তাই উৎপাদন বৃদ্ধির জন্য ভালো বীজের প্রয়োজন। যে সমস্ত উপকরণের প্রয়োজন, কোন অবস্থাতেই এখানে কার্পণ্য হবে না। এবং যতটুকু প্রয়োজন বা বেশী দেওয়ার ব্যবস্থা আমি মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌর চেয়ারম্যান ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান আজাদ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা প্রমুখ। Share this:FacebookX Related posts: মাটিয়ান হাওরের স্লুইসগেট বন্ধ,দুশ্চিন্তামুক্ত কৃষক তাহিরপুরে নারী নেতৃত্ব হস্থান্তর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত তাহিরপুরে আশা’র ত্রাণ সামগ্রী বিতরণ তাহিরপুরে সাংবাদিকদের পিপিই দিলেন ইউএনও-বিজেন ব্যানার্জী অটোরিকশাকে বাসের চাপা, নিহত ৬ দায়িত্ব অবহেলার দায়ে শাল্লা থানার ওসি বরখাস্ত ধর্মপাশায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ কমলগঞ্জে সাপের কামড়ে মৃত্যু মহানবী মোহাম্মদ (স.) কে কটুক্তি করার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা মধ্যনগরে ইঞ্জিন চালিত নৌকায় ডাকাতি, ৩ ডাকাত আটক স্কুল ছাত্রী মুক্তি রানী বর্মণকে হত্যার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন মধ্যনগরে এক বৃদ্ধের লাশ উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: একটা সিন্ডিকেট কাজ করেকৃষিমন্ত্রীদ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে