অস্ত্র-গুলিসহ মাদক সম্রাট আটক

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪

অনলাইন ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবিতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক সম্রাট মনির হোসেনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার ছোটমানিক এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মনির হোসেন (৩৪) ওই গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, মনির হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাবের গোয়েন্দা দল মনিরের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনির হোসেনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। সে সময় নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিদেশী একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও গোয়াল ঘরে বিশেষ কায়দায় মাটির নিচে সুড়ংগের মধ্যে লুকিয়ে রাখা ১১৬ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় মনিরকে। এ ব্যাপারে পাঁচবিবি থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।