নোয়াখালীতে হত্যার পরে গৃহবধূর পা বাধা লাশ ফেলে রাখা হয় খালে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪ নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ খালে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও নিহতের স্বজনেরা তাৎক্ষণিক হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি। নিহত বিবি হালিমা বেগম (৪৭) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চর পানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ৫ ছেলের জননী ছিল। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানা উল্যাহ গ্রামের মালেক খাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গতকাল বুধবার রাতে এ হত্যাকান্ড ঘটে বলে ধারণা করছে স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত নারী একাই স্বামীর বাড়িতে থাকত। গত ১০-১২ বছর তার সাথে স্বামীর সম্পর্ক কম। তার ৫ ছেলের কেউই তার সাথে সব সময় থাকত না। তারা সপ্তাহে একবার আসত। সে প্রায় একাই ঘরে থাকত। গতকাল সে জেলা শহর মাইজদী থেকে সন্ধ্যার দিকে নিজ বাড়িতে আসে। প্রতিদিনের ন্যায় যথারীতি রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তার দুই পা বাধা মরদেহ বাড়ির পাশে মালেক খালে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যা নিশ্চিত করেন। নিহত নারীর বাম চোখে ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে। একই সাথে পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে করোনা জয়ী পুলিশ সদস্যদের বরন করলেন পুলিশ সুপার নোয়াখালীতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ নোয়াখালীতে নারীর প্রতিসহিংসতা রোধে সমাবেশ নোয়াখালীতে লাইসেন্সবিহীন ৪ সমিলে অর্থদণ্ড নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ নোয়াখালীতে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা,বিচারের দাবিতে রাস্তায় দাঁড়ালেন শিক্ষার্থীরা নোয়াখালীতে টিসিবির পণ্য জব্দ ৪০ হাজার টাকা অর্থদণ্ড নোয়াখালীতে পুলিশ বেষ্টনী দিয়ে বিএনপির পদযাত্রায় বাধার অভিযোগ নোয়াখালীতে অবরোধে গাড়ি বের করে খাবার পেল চালকরা নোয়াখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: গৃহবধূর পা বাধা লাশনোয়াখালীতেফেলে রাখা হয় খালেহত্যার পরে